রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: সালানপুর ব্লকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম ওয়ার্কার্স ওয়েল ফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে এবং মুক্তায় চন্ডীর আনন্দমেলা সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিবের।স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরের মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, যুবনেতা মুকুল, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী, সমাজসেবী তাপস উকিল, গৌরাঙ্গ তিওয়ারি, তপন মাহাতো, অরূপ রক্ষিত সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে।তাছাড়া শিবিরে সমস্ত রক্ত দাতাদের মনবল ও উৎসাহ দিতে ফুলের তোড়া এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হয়।
এই রক্তদান শিবির প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান বলেন, রক্তদান হচ্ছে মহান কাজ। সব সংগঠনের উচিত এমন এক শিবিরের আয়োজন করা যাতে রক্তের অভাবে কোনও মানুষের জীবন না যায়। আজ এটিএমের ওয়ার্কার্সরা এক ছোট সংগঠনের দিয়ে এত সুন্দর উদ্যোগ নিয়েছে তা দেখে আমরা খুশি।

0 Comments