নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: রবিবার স্টুডেন্ট স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে গোয়ায় অবস্থিত পেডাম স্পোর্টস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হওয়া স্টুডেন্ট স্পোর্টস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২১ ক্যারাটে ইভেন্টে কোচবিহার জেলার ৬জন মেয়ে সোনার পদক পেয়েছেন।
![]() |
| সুমাইয়া আক্তার (শুকারুর কুঠি অঞ্চলের বাসিন্দা) |
এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারতবর্ষের ২৪ টা রাজ্য থেকে বিভিন্ন ওয়েট বিভাগে ৪৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে & ফেডারেশন-এর থেকে বাংলার হয়ে ৬ জন মেয়ে অংশগ্রহণ করেন। এই ৬জন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা ১ ও ২ নং ব্লকের বাসিন্দা। এরা হলেন জাহ্নবী দেবনাথ, নূপুর বর্মন, সুমাইয়া আক্তার, মেহেরুবা হাসান, বর্ষা রায় ও সৌমিতা সেন।
অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিক্রমাদিত্য বর্মন বলেন, এদের জন্য আমার গর্ব হয়। যেভাবে এরা রাজ্যের নাম উজ্জ্বল করছে, ঠিক তেমনি ভাবে একদিন এরা দেশের নাম উজ্জ্বল করবে এটা আমার বিশ্বাস।


0 Comments