ভবানীপুর উপ নির্বাচনে তৃণমূলের জয়ে উল্লাসে মাতলো আসানসোলের তৃণমূল কর্মীরা





রাজ্যের তিন উপনির্বাচনের গণনা চলছে রবিবার সকাল থেকেই। এরই মধ্যে ভবানীপুর উপ নির্বাচনে জয়ী হয়েছে তৃনমূল কংগ্রেস প্রাথী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তিনি ৫৮,৮৫৯ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা ট্রিবরেয়াল পরাজিত করেছে। আর এই খবর পাওয়া মাত্রই আসানসোলে উল্লাসে মাতল তৃনমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। 



এদিন শ্রমিক নেতা রাজু আলুআলিয়ার নেতৃত্বে আসানসোল বাসস্টেন্ডে একটি মিছিল হয়। মিছিল থেকে বাজি ফাটানো ও সবুজ আবির খেলতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা। আর এই প্রসঙ্গেই এদিন রাজু আলুয়ালিয়া বলেন, শুধু ভবানীপুর নয় সমস্ত উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের ভাল রেজাল্ট হচ্ছে। আগামী দিনে 2024 সেও  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন বলে বলেন তিনি।

Post a Comment

0 Comments