স্ত্রী পুত্রকে খুন করে নিজেই আত্মঘাতী যুবক




স্ত্রী ও পুত্রকে খুন করে নিজেই আত্মঘাতী হলেন এক যুবক। একই পরিবারে ৩ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ২ নং ব্লকের কিশামত দশগ্রম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ গোরখারপার এলাকায়। মৃতদের নাম মনোরঞ্জন সরকার (৫২) , সান্তনা সরকার (২২) ও রনি সরকার (৬) বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রী ও পুত্রকে প্রথমে খুন করে তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। আজ সকালে অনেকটা সময় পার হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ বাঁধে। পরে অনেক ডাকাডাকির পর তারা খবর দেয় স্থানীয় ভিলেজ পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ ও এসডিপিও। পরে ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। এদিনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Post a Comment

0 Comments