রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কিছুদিন আগেই কেটেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার রেশ। আর সেই আমেজেই রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠান থেকে সমাজের বিশিষ্টজনেদের সম্মান প্রদর্শন করে আসানসোল দুর্গাপুর পুলিশ। এদিন আসানসোলের নিঘার কাছে অবস্থিত একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় আসানসোল দুর্গাপুর পুলিশ সেন্ট্রাল ডিভিশন দ্বারা আয়োজিত এই বিজয়া সম্মিলনী।
আর এদিনের এই বিজয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকাণ্ঠম। ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. সাধন চক্রবর্তী, আসানসোলের রামকৃষ্ণ মিশনের স্বামী সোমাত্মানন্দজী মহারাজ , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি হেডকোয়ার্টার অংশুমান সাহা, ডা: সোনাওয়েন কুলদীপ সুরেশ,ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল জোন।
এস সি পি তথাগত পান্ডে, এ সি পি আনন্দ রায়।
ছিলেন আসানসোল দক্ষিণ, উত্তর, জামুড়িয়া, রানীগঞ্জ সহ পশ্চিম বর্ধমানের নানান থানার আধিকারিক রা।
রেলওয়ে সুরক্ষা বাহিনীর সিনিয়র ডিভিশনাল কমিশনার ডঃ চন্দ্রমোহন মিশ্র, আসানসোল গুরুদ্বার গ্রান্থী সুরজিৎ সিং, মৌলানা ইমদাদুল রসিদি, আসানসোল চার্চের ফাদার সহ আরো অনেকে। আর এদিনের এই অনুষ্ঠান থেকে রানিগঞ্জের অভিশিকতা দাসকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল সেক্রেটারি শম্ভু নাথ ঝা, প্রাক্তন এমএমআইসি অনিমেষ দাস ,গোলাম সারোয়ার, প্রাক্তন কাউন্সিলর সি কে রেশমা, বাজার কমিটির পিন্টু গুপ্তা, ফাসবেকির শচীন রায় প্রমুখ।এই অনুষ্ঠান মঞ্চে মহিলা সুরক্ষার জন্য “শক্তি”,বৃদ্ধবৃদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য “নমন”,”মোটর এক্সিডেন্ট ক্লেইম সেল”,”আর এস এস” এবং “১০০ ডায়াল”,মহিলা সুরক্ষা ও হেল্পলাইনের জন্য”অভয়া”,
শিশুদের পড়ালেখার জন্য
“সহজপাঠ”,পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াশুনার জন্য”প্রেরনা”,কম্পিউটার শেখানোর জন্য”ডেসটিনি,এছাড়াও “রক্ত দান শিবির”,সেফ ড্রাইভ সেভ লাইফ”,সাধারণ মানুষের সতর্কিকরনের উদ্দেশ্যে জনসাধারণের সাথে যোগাযোগ,ও পথবন্ধু ইত্যাদি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়।
আর এদিনের এই অনুষ্ঠান থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, আমাদের রাজ্যের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আর করোনার জেরে দুর্গাপূজা গত দু বছর কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু তারাই মাঝে অনুষ্ঠিত হয়েছে বিজয়া সম্মেলনের মতো অনুষ্ঠান। কারণ বিজয়া সম্মেলনী শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা বৃহৎ মিলনের উৎসব। আর উৎসব মানেই তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনুষ্ঠিত হয় আমাদের এই অনুষ্ঠান। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান থেকে তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। শুধু তাই নয় এর মাঝেই তিনি স্মরণ করেন পূজার সময় পশ্চিম বর্ধমান থেকে উত্তরাখণ্ডে গিয়ে মৃত পাঁচ পর্যটকদের। পাশাপাশি তিনি বলেন আমরা সুস্থ ভাবে পালন করেছি দুর্গাপূজা। আগামী দিনে আমাদের সামনে রয়েছে কালিপূজা, দীপাবলি, ছট পূজা সে গুলিকেও আমাদের সুস্থ ভাবে কোভিড বিধি মেনে পালন করতে হবে।
অন্যদিকে এপ্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম বলেন, আমরা দুর্গাপূজা সম্পন্ন করে এসেছি। এই কাজ করতে গিয়ে আমরা সমাজের অনেক অংশের মানুষের কাজ থেকে সাহায্য পেয়েছি। তাই তাদের সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তিনি বলেন বেশকিছু মানুষ ভাবে পুলিশের কাজ সবকিছুতে বাঁধা দেওয়া। কিন্তু না পুলিশ বাঁধা দেয় সমাজের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য।
এছাড়াও এই বিজয়া মঞ্চ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজনদের সম্মান জানানো হয়।মহিলা পুলিশকর্মীদের ও সিভিক ভলেন্টিয়ারদের সার্টিফিকেট,শিল্পাঞ্চলের চারটি দুর্গাপুজা কমিটিকে ট্রফি দিয়ে,এবং পশ্চিম বর্ধমান প্রেস ক্লাব ও প্রেস ক্লাব অব জামুড়িয়াকে ট্রফি,উত্তরীয় ও চারাগাছ দিয়ে সম্বর্ধনা করা হয়।
0 Comments