কাঠের চোরাচালান বন্ধ করতে সচেতনতা অভিযান বন দপ্তরের




সৃঞ্জয় দাস,ধূপগুড়ি: জঙ্গলের ভেতর থেকে মূল্যবান গাছ কেটে জ্বালানি রূপে বিক্রি করা হচ্ছে বিভিন্ন বাজারে। মাঝেমধ্যে বনদপ্তর এর তরফ থেকে সেই অভিযানে ধরা পড়ছে সাইকেল সহ জ্বালানি কাঠ। তবে বাজারে এই সমস্ত জ্বালানি কাঠ এর চাহিদা ব্যাপক থাকায় কোনভাবেই এই চোরাকারবারি আটকানো যাচ্ছে না। আর এই কারণে এবার অভিনব উদ্যোগ বনদপ্তরের। 


বৃহস্পতিবার দিনভর ধূপগুড়িতে প্রচার চালালো মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। উপস্থিত ছিলেন ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধুপগুড়ি পৌরসভার পৌর মাতা ভারতী বর্মন, মোড়াঘাটের রেঞ্জের রেঞ্জার রাজ কুমার পাল, ধুপগুড়ি থানার কর্মরত পুলিশকর্মীরা মূলত যে সমস্ত দোকানে জ্বালানি কাঠে রান্না করা হয় সেই সমস্ত দোকানের প্রচার চালানো হলো। দোকানদার দের সতর্ক করা হলো তারা যাতে কোনোভাবেই বেআইনি কাঠ না কেনে। যদি একান্তই প্রয়োজন পড়ে তবে লাইসেন্সপ্রাপ্ত মিল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বলা হয়েছে। যেহেতু বড় উত্তরের একাধিকবার অভিযানের পরও চোরাচালান বন্ধ করা সম্ভব হচ্ছে না এই কারণে সরাসরি খদ্দেরদের কাছে পৌঁছে গেল বনকর্মীরা।

Post a Comment

0 Comments