সালানপুরে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির

 রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজ্যে চলেছে একাধিক বিধিনিষেধ। আর সেই বিধিনিষেধের মাঝে পরে কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে রাজ্যের বহু মানুষ। আর সেই সমস্ত অসহায় মানুষের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সালানপুর ব্লকের নান্দনিক হলে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।


 মূলত দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতাল ও সালানপুর ব্লকের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয় এদিনের এই স্বাস্থ্য শিবির। আর এদিনের এই স্বাস্থ্য শিবিরের ফিতে কেঁটে উদ্বোধন করেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, ওই এলাকার অন্যতম সমাজসেবী ভোলা সিং ও অরূপ রক্ষিত। উপস্থিত ছিলেন ডাক্তার মুকেশ কুমার আগারওয়াল, ডাক্তার এস.পি সিং, ডাক্তার মনীষা শেখর, ডাক্তার দীপ্তেস চ্যাটার্জী সহ আরো অনেকে। আর এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা  শিবিরে অর্থোপেডিক, কার্ডিওলজি এবং ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তারেরা বসেন এবং সাধারণ মানুষের চিকিৎসা করেন।শুধু তাই নয় সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি, সিবিজি রক্তচাপ এবং ওজন পরীক্ষা করা হয় এদিনের এই শিবির থেকে। আর এই প্রসঙ্গেই এদিন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান বলেন,  দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতাল একটা বড় মাপের ব্র্যান্ড, প্রচুর মানুষ বিবেকানন্দ হাসপাতালে চিকিৎসা করাতে যান। আর তারাই আজ সালানপুর ব্লকে বিনামূল্যে চিকিৎসা দিতে এসেছে। বিবেকানন্দ হাসপাতালের এই উদ্যোগে উপকৃত হবে সালানপুর ব্লকের সাধারণ মানুষজন।শুধু তাই নয় তিনি আরো বলেন, অনেকেই আছেন যারা অর্থের অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছেনা তাদের জন্য এদিনের এই শিবির। তাছাড়া এখন স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার পর সমস্ত মানুষ ভালো ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারছে বলেও বলেন তিনি।






Post a Comment

0 Comments