যানবাহন সামলানোর পাশাপাশি শহরকে নির্মল করার দায়িত্ব নিলেন ধূপগুড়ি ট্রাফিক পুলিশ




সৃঞ্জয় দাস: এবার একদম অন্য ভূমিকায় দেখা গেল ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ট্রাফিক ওসি ও তার কর্মরত অফিসারদের। শহরকে পরিষ্কার করার দায়িত্ব কাধে তুলে নিলেন তারা।মঙ্গলবার সকাল থেকে ধূপগুড়ি থানা রোড ফালাকাটা রোড পাশে পড়ে থাকা নোংরা আবর্জনা স্তুপ পরিষ্কার করা হলো। খাকি উর্দি ধারীদের অন্য ভূমিকায় দেখে হতবাক শহরবাসী।শহরের বিভিন্ন রাস্তা ভরে গিয়েছে আবর্জনার স্তুপে।


সেইসব নোংরা আবর্জনার থেকে বেরোয় দুর্গন্ধ। কার্যত নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হয় পথচারীদের।পৌরসভার তরফ থেকে শহরের একাধিক জায়গায় ডাস্টবিন বসালেও সেগুলোর অবস্থা তথৈবচ।ডাস্টবিন উপচে ময়লা পরে আছে রাস্তায়।পৌরসভার তরফ থেকে মাঝে মধ্যে এইসব নোংরা পরিস্কার করার কাজ করা হলেও এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত শহরকে নোংরা করে যাচ্ছেন।আর এই কারণেই পুলিশের এই অভিনব উদ্যোগ।


ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা জানিয়েছেন,আমরাও এই শহরে বাস করি তাই আইন শৃংখলা রক্ষার পাশাপশি শহরকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। ধূপগুড়ি পৌরসভার তরফ থেকে মাঝে মধ্যেই এই কাজ করা হয়।আজ আমরা এই কাজে হাত লাগালাম।পাশাপাশি তিনি ধূপগুড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শহরবাসীকে আবেদন জানান।

Post a Comment

0 Comments