সৃঞ্জয় দাস, ধুপগুড়ি: মাঠে তৈরি আলু বীজ কৃষকদের মধ্যে বিক্রির জন্য স্টল খোলা হলো ধুপগুড়িতে। রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই স্টল খোলা হলো। সোমবার বিকেলে এই স্টলের উদ্বোধন করেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিডিএ(এডমিন)অসীম চক্রবর্তী, নারায়ণ সিকদার ডিডিএ (ডব্লিউবিপি), মতুজ আহমেদ, এডিএ (এসএন), ব্লক সহ- কৃষি অধিকর্তা তিলক বর্মন সহ অনেকে।
ডিডিএ অসীম চক্রবর্তী জানান," একটি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের জমিতে এই বীজ তৈরি করা হচ্ছে । মূলত কৃষকদের হাতে সুস্থ সবল বীজ তুলে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের একটা বিরাট অংশ ভিনরাজ্যের বীজের ওপর নির্ভরশীল। আগামী দিনে যাতে সেটা না হয় এবং কৃষকরা যাতে নিজেরাই নিজেদের জন্য আলু বীজ তৈরি করতে পারে সেই জন্য এই উদ্যোগ।"
এখানে বিভিন্ন গ্ৰেডের আলু বীজ বিভিন্ন দামে পাওয়া যাবে।
মতুজ আহমেদ, জলপাইগুড়ি।এডিএ (এসএন) বলেন," পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রোগমুক্ত আলু বীজ আগে পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে। এবার সেগুলো কৃষকদের হাতে সেগুলো বিক্রি করা হচ্ছে। আমাদের বিক্রিত বীজে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে তারপরও সমস্যা হলে কৃষি দপ্তর পাশে থাকবে।"
এর পাশাপাশি তিনি আরো বলেন," এবার ডিএপি সারের উৎপাদন কম হয়েছে। তাই কৃষকদের বলব অন্যান্য মিশ্রিত সার ব্যবহার করুন। এতে দাম কম হবে এবং উৎপাদনও বেশী হবে।"
0 Comments