প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবককে অ্যাসিড মারল প্রেমিকা




বিশেষ প্রতিনিধি,কেরালা: প্রেমের সম্পর্ক ফিরিয়ে দেওয়ায় যুবককে অ্যাসিড মারলো যুবতী। ঘটনাটি ঘটেছে কেরালার থিরুবনথাপুরামে। অরুণ কুমার নামে আক্রান্ত ওই যুবককে ইতিমধ্যেই কেরালা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সেবা নামের দুই সন্তানের মা প্রেমিকাকে গ্রেফতার করেছে।


অভিযোগ, অরুণ আর সেবার প্রথম পরিচয় ফেসবুকের মাধ্যমে। একপর্যায়ে তাদের কথাবার্তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। কিন্তু পরে অরুণ জানতে পারে তার প্রেমিকা সেবা আদতে বিবাহিত মহিলা এমনকি তার দুটি সন্তানও রয়েছে। এসব জানার পর অরুণ সম্পর্ক থেকে পিছিয়ে আসতে শুরু করে। কিন্তু উল্টো দিক থেকে তার প্রেমিকার তরফে শুরু হয় ব্ল্যাকমেইল এমনকি অর্থও দাবি করা যায়।


ভগ্নিপতি ও এক বন্ধুকে নিয়ে আদিমালির একটি গির্জায় যাচ্ছিলেন অরুণ কুমার। এ সময় ওই নারীর সঙ্গে তার দেখা হলে তিনি অরুণকে কটু কথা বলেন। এবং এক পর্যায়ে সুযোগ বুঝে ওই মহিলা অরুণের মুখে অ্যাসিড নিক্ষেপ করে।


চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিডে অরুণের সম্পূর্ন মুখ ঝলসে গিয়েছে। তার চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে চলেও যেতে পারে। এদিকে ঘটনার পরেই অরুণের পরিবারের তরফে ওই মহিলার বিরুদ্ধে আভিযোগ দায়ের করা হলে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

Post a Comment

0 Comments