ডিম ও মুরগির দাম দেশজুড়ে কমতে চলেছে!

 সংবাদপত্র ডেস্কঃ


ডিম-মুরগির দাম থেকে স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ। 2022 সালের জুন পর্যন্ত সোয়াখালি মজুতের উপর সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। যার সরাসরি অর্থ হল, কোনও ব্যবসায়ী এখন থেকে জুন মাস পর্যন্ত নির্ধারিত পরিমাপের চেয়ে বেশি স্টক রাখতে পারবে না।


কেন্দ্র সরকার জানিয়েছে, এই মজুতের পরিমাণ বেঁধে দেওয়ায় ডিম ও মুরগির দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণেই থাকবে। পোল্ট্রি ফিড খাতে, ব্যবহৃত সয়া কেকের মজুত ও দাম বৃদ্ধি ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে মজুতের উপর এই সীমাবদ্ধতা 30 জুন, 2022 পর্যন্ত বলবৎ থাকবে। 


গত 23 ডিসেম্বর থেকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, নতুন নিয়মে জুন পর্যন্ত সয়াখালি প্রসেসর, মিল মালিক এবং প্ল্যান্ট মালিকরা 90 দিনের উৎপাদন স্টক করতে পারেন। পাশাপাশি তাঁদের স্টোরেজ স্পেসও জানিয়ে দিতে হবে মালিককে।


এমনকি বেশি পরিমাণে সংগ্রহে থাকলে জানাতে হবে। জানানো হয়েছে, সরকারি রেজিস্ট্রকৃত কোম্পানি, ব্যবসায়ী এবং ব্যক্তিগত চৌপাল ঘোষিত স্টোরেজ স্পেস সহ সর্বাধিক 160 টন সামগ্রী মজুদ রাখতে পারে। যদি কোনও ব্যক্তি এই পরিমাণের সীমা অতিক্রম করে তবে তা খাদ্য মন্ত্রকের পোর্টাল http://evegoils.nic.in/soya_meal_stock/login-এ জানাতে হবে।


এই নোটিশে সাফ জানানো হয়েছে, পোর্টালে তথ্য আপডেট করলে তা নিশ্চিত করে তবেই এই আপলোড করা উচিত। পোর্টালে দেওয়া তথ্যগুলি নিয়মিত পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে আশা করা হয়েছে, এই পদক্ষেপের ফলে মজুদ, কালো বাজারি ইত্যাদি রোধ করা সম্ভব হবে।

Post a Comment

0 Comments