৮২টি জাল লাইসেন্সের সন্ধান পেল BSF

 



নিউজ ডেস্ক: ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ মোট ৮২টি জাল লাইসেন্সের সন্ধান পেল। পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট সংলগ্ন এলাকায় গত দুই দিন ধরে তল্লাশি চালায় বিএসএফ। তারপরই এতগুলি জাল ড্রাইভিং লাইসেন্সের হদিশ পেয়েছে। প্রত্যেকটি লাইসেন্সই ট্রাক চালানোর জন্য জাল করা হয়েছিল।


ইতিমধ্যেই এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের শুক্ত ও স্থলবন্দর কর্তৃপক্ষকে জানান হয়েছে যে লাইসেন্স চালকদের অনুমতি দেওয়া যাবে না। ইতিমধ্যেই স্থানীয় পুলিশের কাছে একটি মামলা দায়ের হয়েছে। বর্ডার গার্ডিং ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল কিছু চালক ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য রফতানি ও আমদানির সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরই একটি অংশ সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত। 


সেই দুষ্কৃতীরা সোনা, রূপা, ফেনসিডিল সিরাপ, মাদক ইত্যাদি পাচর করে। গত ১৬ ও ১৭ জানুয়ারি পেট্রাপোল চেকপোস্টে একটি তল্লাশি অভিযান চালায়। সেই সময়ই খতিয়ে দেখা হয় ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স। প্রথম দিনেই ৫২টি জাল লাইসেন্সের সন্ধান পায়। তারা পরের দিন আরও ৩০টি জাল লাইসেন্সের সন্ধান পায়।

Post a Comment

0 Comments