"এসো পাশে দাঁড়াই" নামক সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণ

 



নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে "এসো পাশে দাঁড়াই" সমাজসেবী সংস্থার পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বড় আটিয়াবাড়ী ২নং অঞ্চল অফিস সংলগ্ন এস.সি.বর্ণপরিচয় বিদ্যানিকেতন প্রাঙ্গণে এলাকার কিছু দরিদ্র-অসহায় দুঃস্থ লোকের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন উৎপলেন্দু মহাশয় (দিনহাটা ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক) ও হাসানুর আলম রতি নন্দন (প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এবং এলাকার সম্মানীয় ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন তোফাজ্জল হক, গোবিন্দ বণিক ও দিলীপ কুমার ঝা।


 "এসো পাশে দাঁড়াই" কমিটির সম্পাদক তোফাজ্জল হক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও এই বিশেষ দিনে কিছু অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। আগামীদিনেও আমাদের সংস্থা সব সময় অসহায় মানুষদের পাশে থাকবে।

Post a Comment

0 Comments