নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: গতকাল রাত্রিবেলা দিনহাটা মহকুমার বামনহাট ২ অঞ্চলের দক্ষিণ লাউচাপড়া গ্রামে চন্দনা দেবীর বাড়ি ভয়াবহ আগুনে ভস্মীভুত হয়ে যায়। এতে বাড়ির মধ্যে থাকা টাকা পয়সা, জামা কাপড়, খাদ্যসামগ্রী সব পুড়ে যায়। চন্দনা দেবীর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পরিবারটি এই শীতে খুব বিপদে পড়ে গেছে। রাতে গায়ের দেওয়ার মতো কম্বল , জামাকাপড় নেই। রান্না করে খাওয়ার মতো খাদ্যসামগ্রী নেই। বাড়ির সকল সদস্য ও ছোটো ছোটো বাচ্চাগুলোকে অনাহারে দিন কাটাচ্ছে। এই দৃশ্য দেখে মানবিক ডাক্তার অজয় মন্ডলের মনটা ভারাক্রন্ত হয়ে যায় বলে তিনি জানান।
ডা: অজয় মন্ডল বলেন, আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারকে আমার টিমের পক্ষ থেকে কয়েক সপ্তাহের খাদ্যসামগ্রী হিসাবে (চাল , ডাল , মুড়ি , বিস্কুট, তেল, লবন, ডিম, সোয়াবিন, হলুদ , লংকা, চানাচুর ) দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। চন্দনা দেবীকে আমার চেম্বারে রবিবার আসতে বললাম যদি আরো কিছু লাগে দেওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ আপনারাও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর সহ বামনহাট গ্রাম পঞ্চায়েত এর সদস্যরা।
0 Comments