কীভাবে ১৫-১৮ বয়সিদের কোভিড টিকার রেজিস্ট্রেশন করে স্লট বুক করবেন? জেনে নিন

 



COVID 19 vaccine: ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনা টিকাকরণ আগামী ৩ জানুয়ারি থেকেই দেশে শুরু হতে চলেছে। তার আগে থেকেই দেশ জুড়ে রেজিস্ট্রেশন করা যাবে ১৫-১৮ বয়সিদের টিকাকরণের জন্য।


শনিবার থেকেই কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশন করা যাবে। সেইসঙ্গে টিকাকেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীরা।


পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, কো-উইন পোর্টালে ইতিমধ্যে নথিভুক্ত আছে, এমন কারও অ্যাকাউন্ট থেকে টিকার স্লট বুক করতে পারবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। টিকা নিতে ইচ্ছুক কিশোর-কিশোরীরা নিজেরাও স্লট বুক করতে পারবেন ফোন নম্বর রেজিস্টার করে। ২০০৭ সাল বা তার আগে জন্মগ্রহণ করা কিশোর-কিশোরীরাই রেজিস্টার করে টিকা নিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড-সহ অন্যান্য সচিত্র পরিচয়পত্রের পাশাপাশি দশম শ্রেণির আইডি কার্ডও দরকার।

 

কো-উইনে রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন:-


1) প্রথমে আপনি cowin.gov.in-এ বা অফিসিয়াল CoWIN পোর্টালে যান।


2) তিনটি বিকল্পের একটি ব্যবহার করে সাইন ইন করুন - ১. মোবাইল নম্বর এবং OTP, ২. আরোগ্য সেতু অ্যাকাউন্ট, বা ৩. উমং অ্যাকাউন্ট


3) এরপর আপনি নিবন্ধনের পরে আপনার পছন্দের তারিখ এবং সময় নির্বাচন করে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।


4) তালিকা থেকে টিকা কেন্দ্র নির্বাচন করুন।


5) সবশেষে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকের প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

Post a Comment

0 Comments