ভারতে বিস্ফোরক পাঠিয়ে অশান্তি করতে চাইছে পাকিস্তান!

 



নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর সহ পাঁচ রাজ্যে নির্বাচনের প্রক্রিয়া। তার আগেই মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাব ও গুজরাটের সংবেদনশীল অঞ্চলে ভুরি ভুরি বিস্ফোরক পাঠিয়ে অশান্তি পাকাতে চাইছে পাকিস্তান। 


এই চাঞ্চল্যকর তথ্য ভারতের Intelligence Reports-এ সামনে এল। এখানেই শেষ নয়, গোয়েন্দাদের দাবি, মাদক পাচারের পথেই, সেই পাইপ লাইন অর্থাৎ রাস্তা ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে বিস্ফোরক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা । স্থল ও জলপথে ভারতে IED পাঠানো হয়েছে বলে সতর্ক করেছে গোয়েন্দারা। গত কয়েকমাসে পঞ্জাব থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। 


পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২০ IED, ৫-৬ কেজি বিস্ফোরক, ১০০টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহেই দিল্লির গাজিপুরের ফুলের বাজারে বিপুল পরিমাণে আরডিএক্স নিস্ক্রিয় করে পুলিশ। গোয়েন্দাদের অনুমান, সবথেকে বেশি ক্ষতির লক্ষ্যে বাজারে ভিড় যে সময় বেশি থাকে সেসময়ই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল পাক সন্ত্রাসবাদী সংগঠন । কিন্তু, পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয়। 


তবে এর আগে শুধু পঞ্জাব নয়, দিল্লি এবং গুজরাট থেকেও বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। শুধু বিস্ফোরক নয়, টাইমার লাগানো রেডিমেড বোমাও ভারতে পাঠাচ্ছে পাকিস্তান। গাজিপুরে টিফিন কৌটো বোমা উদ্ধার হয়েছিল, তা দেখে তদন্তকারীরা অনুমান করছেন এর সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের যোগ রয়েছে।

Post a Comment

0 Comments