সরস্বতী মূর্তির অর্ডার পাচ্ছেন না মৃৎশিল্পীরা, কপালে চিন্তার ভাঁজ

 



নাজিম আক্তার, রতুয়া, ২৪ জানুয়ারি: সরস্বতী পূজা হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। অন্যনা বছরের মতো এবছর তেমন সরস্বতী মূর্তির অর্ডার পাচ্ছেন না রতুয়ার মৃৎশিল্পীরা।


করোনা সংক্রমনের জেরে বন্ধ‌ রয়েছে‌ সব শিক্ষাপ্রতিষ্ঠান। অগ্ৰিম বরাত পাওয়ার আশায় দিন গুনছে মৃৎশিল্পীরা। দিন রাত এক করে মৃৎ শিল্পীরা গড়ে তুলছেন প্রতিমা কিন্তু বিগত বছর থেকে লাভের মুখ দেখতে পাচ্ছেন না শিল্পীরা। তারমধ্যে বাজারে মূর্তি তৈরির সরঞ্জাম এর চড়া দাম যেন  দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না। 


এক মৃৎশিল্পী জানিয়েছেন আমরা এই কাজ ছেড়ে বাইরে কোনো কাজ করতে পারিনা এখন শুধু বংশ পরম্পরায় টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এই মাটির কাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে।

Post a Comment

0 Comments