দাম বেড়ে গেল জুতো, জামা-কাপড় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের!

 


দেশে পেট্রোপণ্যের আগুনসম দাম। এমনিতেই তার ঠেলায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। এবার দাম বেড়ে গেল জুতো, জামা-কাপড় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের। 


এইসব জিনিসের উপর GST বাড়ার ফলে, অত্যন্ত মুশকিলের মধ্যে পড়তে হবে আমজনতাকে। বিশেষ করে সাধারণ মধ্যবিত্তের অবস্থা রীতিমতো কাহিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


শনিবার থেকে নতুন নিয়ম কার্যকর হল একাধিক ক্ষেত্রে।


১। সব ধরনের জুতোয় জিএসটি হার হতে চলেছে ১২% ।


২। সব জামা কাপড়ের উপরে এবার অভিন্ন হারে ১২ পার্সেন্ট কর দিতে হবে।


৩। সীমা পেরিয়ে গেলে গ্রাহককে এটিএম-এ লেনদেন পিছু কিছু হতে হবে ১২ টাকা করে।


৪। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সব ধরনের  একাউন্টে  ১০,০০ টাকার  বেশি লেনদেন করতে হলে টাকা দিতে হবে। অর্থাৎ নতুন বছরে মধ্যবিত্তের পকেট টান পড়বে।

Post a Comment

0 Comments