নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: রবিবার সকাল ১০টা থেকে কোচবিহারের টাপুরহাট ভান্ডের সাহেবের বাড়িতে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ও দিনহাটা নববিকাশ সোশ্যাল অর্গানাইজেশনের পরিচালনায় একই দিনে অনুষ্ঠিত হল পাঁচটি ইভেন্টের প্রতিযোগিতা। ইভেন্টগুলি হল আট দলীয় ফুটবল, ভলিবল টুর্নামেন্ট ও বালক-বালিকাদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং মহিলাদের মিউজিক বল।
এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক পরিমল চন্দ্র রায় মহাশয়, বিশিষ্ট শিক্ষক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবী গন আব্দুল মজিদ ও দিনহাটা নববিকাশ সোশ্যাল অর্গানাইজেশন এর সম্পাদক তোফাজ্জল হক মহাশয়।
0 Comments