নিউজ ডেস্ক: সাধারণ বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাজেট শেষে একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা আর্থিক বাজেটকে পেগাসাস স্পিন বাজেট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন টুইটে তিনি লেখেন, "সাধারণ মানুষের জন্য বাজেট শূন্য, যারা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হচ্ছে। সরকার বড় বড় কথায় হারিয়ে গেছে, কিছুই বোঝে না।"
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু অতিমারি পরিস্থিতিতে বাজেট ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কেন্দ্র তা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। এমন পরিস্থিতিতে মমতাও কেন্দ্রের সমালোচনায় সরব হলেন।
0 Comments