নিউজ ডেস্ক: আজ রাত পেরোলেই সরস্বতী পুজো। তাঁর আগেই নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে বাগদেবীর আরাধনা করে দৃষ্টান্ত গড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি নিজের রক্ত দিয়ে পুজো করলেন বাগদেবীকে।
'বাংলাকে পদ্ম দিয়ে অপমানিত করা হয়েছে' সম্প্রতি এমনটাই বলেছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। পদ্মফুল একেবারেই তেমন পছন্দ নয় বিধায়কের। সেই কারণে বেলঘরিয়ায় এক পুষ্পপ্রদর্শনী মেলায় গিয়ে জাতীয় ফুল পদ্মকে ছিড়ে ফেলেন মদন মিত্র। তিনি পদ্মকে বয়কট করার ঘোষণা করেন। তবে এবার আরও একধাপ এগিয়ে সোনাগাছিতে নিজের রক্ত দিয়ে সরস্বতীর আরাধনায় মদন মিত্র।
সেই সঙ্গে গেরুয়া শিবিরকে এফআইআর-র হুঁশিয়ারি ছুড়লেন কামারহাটির এই বিধায়ক। মদন মিত্র জানান, 'আমি হিন্দুর ছেলে। আমার বিশ্বামিত্র গোত্র। আমি পদ্ম না দিয়ে মাকে রক্ত দিয়ে পুজো করলাম। এইটা দেখার জন্য, যদি আমার কোনও বিরাট ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে আমি বুঝব আমার সিদ্ধান্ত ভূল ছিল। আর যদি আমি আরও সুন্দর করে এগোতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে, এতদিন ধরে এই পদ্ম নাম দিয়ে রাজনীতির ছাপ মেরে মায়ের পুজোর ফুলকে ব্যবহার করা হচ্ছে। সেই বিজেপিকে অবিলম্বে তাঁদের বিরুদ্ধে এফআইআর এনে গ্রেফতার করতে হবে।'
0 Comments