‘ভুল বোঝানো হচ্ছে মুসলিম নারীদের’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি




ভারতজুড়ে বিগত বেশ কয়েকদিন ধরে হিজাব বিতর্ক ঝড় তুলেছে। এই আবহে বৃহস্পতিবার থেকে পশ্চিম-উত্তরপ্রদেশ থেকে শুরু হল বিধানসভার মহারণ। প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই আজ উত্তরপ্রদেশের সাহারনপুরে ভোট প্রচারে যান ভারতের প্রধানমন্ত্রী। 


প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার মুখে শোনা যায়, ভারতের মুসলিম নারীদের জন্য বিজেপি সরকারের উদারতার কথা। পাশাপাশি কৃষকদেরও মান ভাঙানোর চেষ্টা করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশের বিজেপি সরকার নিশ্চিত করেছে যাতে ছোট কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে থাকেন। ‘তিন তালাক’ নিষিদ্ধ করে মুসলিম নারীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে আমাদের সরকার। আমরা আখ চাষীদের জন্য একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। চিনির বাজারের উত্থান-পতন মোকাবিলা করতে, ইথানল তৈরিতেও আখ ব্যবহার করা হবে। আখ ভিত্তিক ইথানল থেকে ১২ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে। যা আখ চাষীদের নিরাপত্তা প্রদান করছে’।


ভারতের প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা পেতেই মুসলিম নারীদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। তিনি বলেন, ‘মুসলিম বোন-কন্যারা আমাদের সদিচ্ছা বোঝেন। আমরা তাদের তিন তালাক মুক্ত করেছি, সুরক্ষা দিয়েছে। বিজেপি যখন মুসলিম নারীদের সমর্থন পেয়েছে, তখন এই ভোট-ঠিকাদাররা অস্থির হয়ে উঠেছে। কারণ তাদের মেয়েরা ‘মোদী-মোদী’ রব তুলেছেন। তারা মুসলিম বোনদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের সরকার ‘হর মজলুম’ (প্রতিটি নির্যাতিতা) মুসলিম নারীর পাশে দাঁড়িয়েছে। তারা মুসলিম বোনদের সঙ্গে প্রতারণা করছে যাতে মুসলিম কন্যাদের জীবন সর্বদা পিছিয়ে থাকে’।

Post a Comment

0 Comments