আনিস হত‍্যায় ন‍্যায় বিচারের দাবিতে চাঁচলে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

 



নাজিম আক্তার, চাঁচল, ২৬ ফেব্রুয়ারি: হাওড়ার আমতার থানার হত‍্যার প্রতিবাদে ও সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করলো কংগ্রেস। মালদহের চাঁচল-১ নং ব্লক জাতীয় কংগ্রেস কমিটির উদ‍্যোগে শনিবার গোটা চাঁচল শহরে বিক্ষোভ মিছিলে হাটেন শতাধিক কংগ্রেস কর্মী। পরে নেতাজি মোড়ে একটি পথসভাও করা হয়। উপস্থিত হয়েছিলেন মালতিপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনি জুলকারনাইন, চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক সহ কংগ্রেসের বিভিন্ন শাখার নেতা কর্মীরা।


চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন, আনিস খানের হত‍্যার ন‍্যায় বিচার ও সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভে হেটেছে।রাজ‍্যজুড়ে কংগ্রেসের তরফে এই কর্মসূচি চলছে। আনিসের পরিবার ন‍্যায় বিচার না পেলে থানা ঘেরাও করা হবে।

Post a Comment

0 Comments