সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজিত হল BSF এর ১৯২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে




তনুময় দেবনাথ, দিনহাটা: সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তের বাসিন্দাদের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজিত হল BSF এর পক্ষ থেকে। আজ শনিবার BSF এর ১৯২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে দিনহাটা ২ নম্বর ব্লকের  মোক্তারেরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিএসএফের কমান্ড্যান্ট সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও  এলাকার মহিলাদের হাতে সেলাই মেশিন, প্রেসার কুকার, বয়স্কদের জন্য ছাতা, এলাকার মহিলাদের জন্য শাড়ি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এলাকার চারটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকদের নানাভাবে সচেতন করা হয়। 


এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য স্কুল ব্যাগ, খেলার সামগ্রী, চেয়ার টেবিল, ওয়াটার পিউরিফায়ার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন বি এস এফ এর ১৯২ নম্বর ব্যাটেলিয়ান। এলাকার কয়েকশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও তাদের হাতে প্রয়োজনীয় ওষধ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যগন, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী সহ এলাকার সাধারন বাসিন্দারা। বিএসএফের উদ্যোগে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায় কিশামত দশগ্রাম এলাকায়।

Post a Comment

0 Comments