এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করল রাশিয়া। এরইমধ্যে ইউক্রেনের দাবি, যুদ্ধে তারা ৮০০ জনের বেশি রুশ সেনাকে মেরে ফেলেছে। এছাড়া রাশিয়ার সাতটি বিমান ও ৬ টি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে।
রাশিয়া তিনদিক থেকে আক্রমণ করার পর অসম যুদ্ধে নামতে হয়েছে ইউক্রেনকে। আমেরিকা, ব্রিটেন বা ন্যাটো সামরিক সাহায্য নিয়ে এগিয়ে আসেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশার সুরে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ তাঁদের একাই লড়তে হচ্ছে। পাশে কেউ নেই।
তবে এই সঙ্কটের সময় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে স্লোভাকিয়া। তারা জানিয়েছে, ইউক্রেন থেকে যাতে শরণার্থীরা আসতে পারেন, তার জন্য খুলে দেওয়া হবে সীমান্ত। তদারকির জন্য সীমান্তে মোতায়েন করা হবে দেড় হাজার সেনা। গাড়ি ও ট্রেনে করে ইতিমধ্যেই ইউক্রেন থেকে পালাতে শুরু করেছেন মানুষ। ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে এমনই হাজারো শরণার্থীর ভিড়।
0 Comments