BAN করা হল লক্ষ লক্ষ ভারতীয়র Whatsapp, তালিকায় আপনি আছেন?

 



হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। বেশিরভাগ মানুষেরাই অন্য যে কোনও ইন্টারেক্টিভ মেসেজিং প্ল্যাটফর্মের পরিবর্তে WhatsApp বেছে নেন। এর অন্যতম কারণ হল, এর সিকিউরিটি এবং গোপনীয়তা রক্ষার একাধিক ফিচার। 


প্রায় কুড়ি লাখ ভারতীয়   ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ। নতুন আইটি নিয়ম অনুযায়ী,  ভারতের ২০ লাখ ৭৯ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার ১ ফেব্রুয়ারি মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এ তথ্য জানায়।


গত ডিসেম্বরে হোয়াটসঅ্যাপ ২০২১ এর আইটি নিয়ম অনুযায়ী তাদের সপ্তম মাসিক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনেই এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধের তথ্য জানানো হয়।


হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, ডিসেম্বরেই তারা ৫২৮ টি অভিযোগ পেয়েছিল এবং সবগুলোর জবাব দেয়া হয়েছে। যার মধ্যে ফেইক প্রোফাইল থেকে হয়রানিসহ হ্যাক করা অ্যাকাউন্টগুলোও ছিল।

Post a Comment

0 Comments