প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টাকা পাবেন, ঘোষণা মমতার

 



নিউজ ডেস্ক: প্রতিমাসে ১০ তারিখের মধ্যে সেই মাসের ভাতা সংশ্লিষ্ট  নাগরিকের একাউন্টে পৌছে যায়। বার্ধক্য ও বিধবা ভাতা প্রসঙ্গে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য আইএএস, আইপিএস-দের সঙ্গে ইন্ডোরে বৈঠকে বসেন। সেখানেই একাধিক বিষয়ে কড়া নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অযথা ভর্তুকি নিয়ে টালবাহানায় চলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,'' বার্ধক্য ভাতা, বিধবা ভাতা- এই মানবিক ভাতাগুলো অনেকাংশেই বাড়িয়েছে সরকার। যোগ্য লোকেরা ভাতা পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এমন যেন না হয় যোগ্য লোকেরা পাচ্ছে না এদিকে অযোগ্য লোকেরা পেয়ে গেল।'' 


এখানেই শেষ নয়, তিনি বলেন, ''প্রত্যেক মাসের ভাতা যেন সেই মাসের ১০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায়। নইলে তো লোকের কাজে লাগবে না।'' এই বিষয়টিও নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ কোটি ৫০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পে ৪ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে।

Post a Comment

0 Comments