ভুতুড়ে মোবাইল নাম্বারের কথা কি শুনেছেন? এই নম্বরে যেই ব্যবহার করেছেন, তিনি মারা গিয়েছেন। এই ফোন নম্বরটি বুলগেরিয়ার। সর্বপ্রথম সেই নাম্বার নিয়েছিলেন মোবিটেল কোম্পানির সিইও.ভ্লাদিমির গেসনভ।
সেই নম্বরটি হল, ০৮৮৮৮৮৮৮৮৮। তিনি এই নম্বরটি ইস্যু করেছিলেন ২০০০ সালে। তার ঠিক পরের বছর ক্যান্সারে মারা যান ভ্লাদিমির। সে সময় অনেকেই দাবি করেছিলেন যে, ভ্লাদিমিরের ক্যান্সারের মৃত্যুর কারণটি আসলে গুজব। এই ফোন নম্বর ব্যবহার করার জন্যই তাঁর মৃত্যু হয়েছিল।
এই ফোন নম্বরই তাঁর জীবনের শত্রু হয়ে উঠেছিল। এরপর ডিমেট্রোভ নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ী এই নম্বর ব্যবহার শুরু করেন। আর এই নম্বর নেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ডিমেট্রোভকে খুন করা হয়।
দিমেট্রোভকে একজন রাশিয়ান মাফিয়া হত্যা করেছিল। অভিশপ্ত সেই নম্বরটি এরপরে চলে যায় বুলগেরিয়ার এক ব্যবসায়ীর কাছে। ২০০৫ সালে তাঁকেও খুন করা হয়। কোকেন পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর কারণেই তাঁকে খুন করা হয়েছিল। সেই শেষ। ২০০৫ সালের পর চিরতরে ওই অভিশপ্ত নম্বরটি স্থগিত করা হয়।
0 Comments