onePlus 'এর সেরা পাঁচটি মোবাইল ফোন, দুর্দান্ত ফিচার্সসহ

onePlus 'এর সেরা পাঁচটি  স্মার্টফোন হলঃ- 

 ১) OnePlus Nord CE 5G:  মূল্য- ২৪,৯৯৯ টাকা। এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত---

 ওয়ানপ্লাস নর্ড সিই 5G স্মার্টফোন। 

র‍্যাম-  ৮ জিবি 

স্টোরেজ- ১২৮ জিবি  । 

রিফ্রেশ রেট-  ৯০ হার্টজ পর্যন্ত

ডিসপ্লে-  ৬.৪৩ ইঞ্চি, ফ্লুইড অ্যামোলেড ।

ক্যামেরা-   ব্যাক প্যানেলে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ।এই ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস পর্যন্ত 4K ভিডিও রেকর্ড করা যাবে।

প্রসেসর- স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। 

ব্যাটারি-  ৪,৫০০ এমএএইচ ।

২) OnePlus Nord 2 5G: মূল্য -২৯,৯৯৯ টাকা

ওয়ানপ্লাস নর্ড২ ৫জি স্মার্টফোন

 ডিসপ্লে- ৬.৪৩ ইঞ্চি

রিফ্রেশ রেট-  ৯০ হার্টজ পর্যন্ত ।

প্রসেসর- এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০এআই প্রসেসর দ্বারা চালিত।

ব্যাটারি-  ৪,৫০০ এমএএইচ  । 

র‍্যাম- ৮ জিবি 

স্টোরেজ-  ১২৮ জিবি।

৩) OnePlus 9R 5G: মূল্য - ৩৯,৯৯৯ টাকা 

র‍্যাম-৮ জিবি 

 স্টোরেজ-১২৮ জিবি 

ডিসপ্লে- ৬.৫৫ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড 

 রিফ্রেশ রেট-  ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ক্যামেরা- ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা ।

ব্যাটারি-  ৪,৫০০ এমএএইচ, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ।

৪)OnePlus 9 5G: ৫৪,৯৯৯ টাকা

ডিসপ্লে- ৬.৫৫ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে 

প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর 

ক্যামেরা-   ট্রিপল-রিয়ার ক্যামেরা । ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। 

ফোনটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

৫)OnePlus 9 Pro 5G: ৬৯,৯৯৯ টাকা

প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ'এর উপস্থিতি ।



ক্যামেরা-  হাই-ডেফিনেশন কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ। 

চার্জিং - ৬৫ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং। 


র‍্যাম-  ১২ জিবি  

স্টোরেজ-  ২৫৬ জিবি ।

 

Post a Comment

0 Comments