সংবাদপত্র ডেস্ক, ৩১ মার্চ,২০২২ঃ
অবশেষে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। ৩১ মার্চের পর থেকেই করোনা বিধি-নিষেধ উঠিয়ে নেবে রাজ্য। গোটা দেশের মতোই রাজ্যেও করোনা সংক্রমণের হার কমে আসা ও সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে এই রাজ্যে।
আজ একটি বিজ্ঞপ্তি জারি করে সব রকমের বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। গত একমাসে উল্লেখযোগ্য ভাবে কমেছে রাজ্যের করোনাভাইরাস সংক্রমণ। বেড়েছে সুস্থতার হার। এইসব মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, দুই বছর পর আজ ৩১ মার্চ থেকেইতুলে নেওয়া হচ্ছে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। তবে নৈশ কার্ফু বা কন্টেনমেন্ট জোনেরর মতো নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলেও, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধির মতো স্বাস্থ্য সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার শর্ত এখনও জারি থাকবে।
প্রসঙ্গত, গত দুই বছর আগে দেশে প্রবেশ করেছিল করোনা সংক্রমণ, তারপরই গোটা দেশ সহ রাজ্যে একাধিক বিধিনিষেধ ও লকডাউনের ঘেরাটোপে আটকা পড়েছিল সাধারণ মানুষ। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার পর থেকেই দেশে নিম্নমুখী সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
২০২০ সালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই কেন্দ্রীয় সরকারের তরফে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ -র অধীনে দেশে সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল।
0 Comments