সামনেই হোলি উৎসব। এবার যাত্রীদের কথা ভেবে হোলি উপলক্ষ্যে স্পেশ্যাল প্যাকেজ চালু করল ভারতীয় রেলের সংস্থা IRCTC। ডুয়ার্স, কেরল, গুজরাত ও নেপালের জন্যে এই স্পেশ্যাল ট্যুর প্যাকেজ চালু করা হচ্ছে।
আগামী ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চালু থাকবে এই স্পেশ্যাল ট্যুর প্যাকেজ।ডুয়ার্সের প্যাকেজ চার রাত, পাঁচ দিনের। লাটাগুড়ি, গোরুমারা, সামসিং, সুনতালিখোলা, মেধলা, খুনিয়া, ঝালং, বিন্দু ও মূর্তি দেখানো হবে। ১৮ মার্চ শুরু হবে যাত্রা।
খরচ পড়বে ২৩ হাজার ৮৫০ টাকা। প্যাকেজে থাকছে কেরালা। সাত রাত, আট দিনের এই স্পেশ্যাল প্যাকেজ। কোচিন, মুন্নার, আলেপ্পি, ত্রিবান্দ্রম ঘুরিয়ে দেখানো হবে। ২৫ মার্চ যাত্রা শুরু। খরচ পড়বে ৩৮ হাজার ৯২৫ টাকা। বিশেষ প্যাকেজে যুক্ত হবে গুজরাত। আগামী ১৫ মার্চ যাত্রা শুরু। ছয় দিন, সাত রাতের এই বিশেষ প্যাকেজ৷ ঘুরিয়ে দেখানো হবে, আহমেদাবাদ, স্ট্যাচু অব ইউনিটি, গির অরন্য, দ্বারকা, সোমনাথ, নাগেশ্বর, রাজকোট। খরচ পড়বে ৩০ হাজার ৭৫ টাকা।
হোলি স্পেশ্যাল প্যাকেজে থাকছে নেপাল। আগামী ২৭ মার্চ নেপাল যাত্রা শুরু। সাত রাত, আট দিনের ট্যুরে ঘোরানো হবে কাঠমান্ডু, পোখরান, চিতওয়ান। প্যাকেজে খরচ ২৮ হাজার ২৪৫ টাকা জনপ্রতি। IRCTC সূত্রে খবর, 9002040020 ও 9002040126 নম্বরে বুকিং করা যাবে এই হোলি স্পেশ্যাল প্যাকেজ। এ ছাড়া IRCTC-র ওয়েবসাইট থেকেও বুক করা যাবে।
তবে আধিকারিকদের দাবি, ডুয়ার্সের একাধিক জায়গায় বহু পর্যটক যাতায়াত করছেন। এখন চাহিদা আরও অনেক বেড়েছে। তাই ডুয়ার্সকে বাছা হয়েছে।
1 Comments
What is the difference between casino games and slots?
ReplyDeleteSlot games are https://septcasino.com/review/merit-casino/ the most popular types of casino https://septcasino.com/review/merit-casino/ games, and the https://deccasino.com/review/merit-casino/ majority are slots. poormansguidetocasinogambling and the most commonly played slot games.