টাকা দিলে এই দলে সব পাওয়া যায়: তৃণমূল নেত্রী কৃষ্ণা

 



টাকা দিলে চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান হওয়া যায় । বনগা পৌরসভার শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিস্ফোরক তৃণমূল নেত্রী তথা বনগার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায় । তিনি বলেন ," এই দলে টাকা না থাকলে কোনো দাম নেই । টাকা দিয়ে পদ নেওয়া হয়। কেউ একবার জিতে চেয়ারম্যান হয়। কেউ বহুবার জিতেও কোনো পদ পান না। আমি তো আর বিমডাব্লিউ গিফ্ট করতে পারবো না । করতে পারলে আমিও হতে পারতাম ।"


প্রসঙ্গত, কৃষ্ণা রায় তৃণমূলের প্রার্থী হয়ে বনগাঁ পৌরসভার ৬ বারের কাউন্সিলর। তিনবার তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার তাকে কোন পদে রাখা হয়নি৷


এদিন বিজেপি, নির্দল, কংগ্রেস-সহ বনগাঁ পুরসভার ২২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। গোপাল শেঠ চেয়ারম্যান এবং জোৎস্না আড্ড ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।


কৃষ্ণা রায় প্রসঙ্গে নবনিযুক্ত পৌর প্রধান গোপাল শেঠ বলেন, আগামী দিনে কৃষ্ণা দেবী আরো বড় কোন পদে থাকতে পারেন। আমরা দলের সৈনিক। কৃষ্ণ রায় আমাদের কাকিমা। আমাদের মাথার মনি। আমাদের যাকে যেখানে দেওয়া হবে সেখানেই কাজ করব।

Post a Comment

0 Comments