‘আমি বহিরাগত হলে মোদীও বহিরাগত’ বললেন শত্রুঘ্ন সিনহা




পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আসানসোলে শত্রুঘ্ন সিনহা কে টিকিট দিয়েছে। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলতে দেখা গেল শত্রুঘ্ন সিনহাকে। একই সঙ্গে মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন এই প্রাক্তন বিজেপি নেতা।সোমবার একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল প্রশংসা করতে দেখা গেল মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে। 


বলিউড অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা বলেন, মমতার হাতেই দেশের ভবিষ্যৎ। তিনি তাঁর হাত শক্ত করার চেষ্টা করছি মাত্র। দেশের কোনে কোনে খেলা হবে স্লোগানকে পৌঁছে দিতে চান।


তৃণমূল সুপ্রিমোর প্রশংসা করে তিনি আরও বলেন,২০২১ সালে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে তৃণমূল। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দারিদ্রের বিরুদ্ধে মমতার লড়াইয়ের অংশ হতে পেরে গর্বিত। শত্রুঘ্ন সিনহাকে ‘বহিরাগত’ তকমা দিয়ে তৃণমূলকে বিঁধেছে বিরোধীরা। সেই সাফাইও এদিন দেন তিনি। 


তিনি বলেন, ‘তার জন্ম বিহারে। কিন্তু বাংলার প্রতি তিনি দূর্বল৷ বাংলায় একাধিক সিনেমা করেছেন তিনি । অন্তর্জলি যাত্রার মতন জাতীয় পুরষ্কার জয়ী সিনেমারও অংশ ছিলেন। আর আসানসোলে শুধু বাঙালি নয়, বিহার ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষেরও বাস।


একই সঙ্গে বহিরাগত প্রসঙ্গ টেনে মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি যদি আসানসোলে বহিরাগত হই তাহলে বারাণসী থেকে কেন নির্বাচনে লড়েছিলেন মোদী?’

Post a Comment

0 Comments