রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি এবার প্যারিসের একটি মিউজিয়াম থেকে সরানো হল। সূত্রের খবর, বৃহস্পতিবার প্যারিসের ‘গ্রেভিন মিউজিয়াম’ থেকে পুতিনের মোমের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে।
এএফপি-কে সংগ্রহশালাটির ডিরেক্টর ডেলহমমেউ বলেন, গ্রেভিন মিউজিয়ামে হিটলারের মতো একনায়কদের তারা কখনও স্থান দিননি। তাই এবার পুতিনের মূর্তিটি সরিয়ে দেওয়া হল। রয়টার্স সূত্রে খবর, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগ্রহশালাটিতে পুতিনের মূর্তি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানান বহু পর্যটক।
তারপরই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটিকে ভেঙে ফেলার চেষ্টাও করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে মিউজিয়ামের ডিরেক্টর খানিকটা মজার ছলেই বলেন, এবার রোজ রোজ পুতিনের জামা ও চুল ঠিক করতে হবে না আমাদের। এদিকে, পুতিনের মূর্তি সরিয়ে সেই জায়গায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মূর্তি বসানো হতে পারে।
0 Comments