গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। যত সময় গড়াচ্ছে, ততই আক্রমণ বাড়াচ্ছে রুশ বাহিনী। গতকালই বেলারুশ সীমান্তে দুই পক্ষের মধ্যে বৈঠকে মানবিক করিডর তৈরির প্রস্তাবে সহমত পেশ করা হলেও, রাতেই লিভিভের জ়াপোরিজ়িয়া পরমাণু বিদ্য়ুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের সাধারণ মানুষ ইতিমধ্যেই পরমাণুর তেজস্ক্রিয়তার মুখে পড়েছে। শুক্রবার রাতেই রাশিয়ার বাহিনী ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ওই বিদ্যুৎ প্ল্যান্টে। ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে তেজস্ক্রিয়তার পরিমাণ বাড়তে শুরু করেছে। এই বিপর্যয় যাতে আরও বড় আকার না ধারণ করে, তার জন্য দ্রুত সংঘর্ষবিরতি ঘোষণা করার দাবি জানিয়েছেন।
শুক্রবার সকালেই জ়াপোরিজ়িয়া পরমাণু বিদ্য়ুৎ উৎপাদন কেন্দ্রের মুখপাত্র জানান, রাশিয়ার ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এখনও। বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে গিয়েছে।ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিট্রো কুলেবাও হামলার কথা জানিয়ে দ্রুত সংঘর্ষবিরতি ঘোষণার দাবি জানান।
0 Comments