এবার বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী!

 

 


মিমি চক্রবর্তী বাংলা সিনেমার অন্যতম সফল ও ব্যস্ত নায়িকা। তবে তিনি কবে বিয়ে করবেন সেই নিয়ে উৎসাহের অন্ত নেই মিমির ভক্তদের মধ্যে। মিমি চক্রবর্তী কি সিঙ্গেল নাকি ডেট করছেন কাউকে এরকম নানা প্রশ্ন উঠে এসেছে টলিপাড়ার অন্দরে। তবে মিমি বরাবরের মতো নো কমেন্টস বলেই সেসব প্রশ্ন উত্তর এরিয়ে এসেছেন। 


তবে মিমি টেলিভিশনের জনপ্রিয় নায়ক সোমরাজ মাইতির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এর আগে সোমরাজকে ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘টেক্কা রাজা বাদশাহ’ এর মতো ধারাবাহিক দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সোমরাজ। ইতিমধ্যে রাজা চন্দের পরিচলনায় একটি ছবি করেছেন সোমরাজ। 


এবার মিমি-সোমারাজ জুটিকে দেখা যাবে প্রেমেন্দু বিকাশ চাকীর ‘পলাশের বিয়ে’ সিনেমায়। মিমি বিগত কয়েকবছর ধরেই বেশ বেছে বেছেই সিনেমা করছেন। সামনেই মুক্তি পেতে চলেছে মিমির দুটি ছবি এক 'খেলা যখন' দ্বিতীয় 'মিনি' ।

Post a Comment

0 Comments