পুরসভার বোর্ড গঠন উপলক্ষ্যে বসিরহাটে তৃণমূলের কর্মীসভা

     



    আলিনুর মন্ডল, বসিরহাট: আগামী পঞ্চায়েত নির্বাচন ও বসিরহাট মহকুমার তিন পুরসভার বোর্ড গঠন উপলক্ষে তৃণমূল কংগ্রেস আলাদাভাবে একই দিনে দুটি সভা করল দলের নেতা, কর্মী এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। রাজনৈতিক বার্তা তুলে ধরলেন। প্রথম বসিরহাট দু নম্বর ব্লকের নয় টি পঞ্চায়েত-এর দলের প্রতিনিধি ও নেতা -কর্মীদের সভায় জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর এর চেয়ারম্যান এটিএম আব্দুলা ( রনি, ) ব্লক সভাপতি মিহির ঘোষ, সমীর বাছার, প্রকাশ রায়, সোমনাথ চট্টোপাধ্যায়, বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপ প্রধান এবং অঞ্চল নেতৃত্বরা বক্তব্য  রাখেন।


 খোলাপোতার অঞ্চলের মাননীয় প্রধান অপরেশ মুখোপাধ্যায়, মাটিয়া -শ্রীনগর এর প্রধান মোস্তাক আহমেদ, প্রেমেন্দ্র মজুমদার, ধন্যকুড়িয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা পাহাড়, সুখেন্দু ঘোষ, আইএনটিটিইউসির সভাপতি মামুদ হোসেন সহ  বিভিন্ন গণ সংগঠন এর নেতৃত্ব । অন্যদিকে তিন পুরসভার  জন প্রতিনিধি, বিধায়ক এবং নেতার উপস্থিততে, দলের  মনোনীত ব্যাক্তিদের নেতৃত্বে, পরিষেবা প্রদান কর্মসূচি সফল করার বার্তা দেন। উপস্থিত ছিলেন, জেলার চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম, বিধায়ক কাজী আব্দুল রহিম, সপ্তসি  বন্দোপাধ্যায়, জেলা সভাপতি সরোজ বন্দোপাধ্যায়, সৌমেন মন্ডল, এটিএম আব্দুল্লা, সোমনাথ মুখোপাধ্যায়, দীপঙ্কর ভট্টাচাৰ্য, অসিত মজুমদার প্রমুখ।

Post a Comment

0 Comments