ওড়িশায় খুরদায় গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ১৮ জন। ওই গাড়িটিতে ছিলেন চিল্কার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক। তার ওই ঘাতক গাড়িটিতে পিষ্ট হয়ে আহত হয়েছেন এক মহিলা ও শিশুসহ ১৮ জন।
এরপরই বিধায়কের ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। বিধায়ক কে মারধরও করা হয়েছে।
ওই গাড়িকে ভেঙ্গে ফেলেছেন উত্তেজিত জনতা। ওই বিজেডি বিধায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 Comments