এগিয়ে এল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের গরমের ছুটি

এগিয়ে এল রাজ্যের বিদ্যালয়ের গরমের ছুটি। আগামী ২ রা মে থেকে শুরু হবে গরমের ছুটি। 




বৈশাখের উত্তাপে টগবগ করে ফুটছে কলকাতা সহ দক্ষিনবঙ্গ। ২৮ এপ্রিল অবধি তাপপ্রবাহের পূর্বভাস ঘোষণা করেছিল আবহাওয়া দফতর। করোনা অতিমারির কারণে রাজ্যের স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন বন্ধ থাকলেও, বেশ কিছুদিন আগেই স্কুল-কলেজ গুলিতে স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়। কিন্তু বৈশাখের এই উত্তাপে পড়ুয়াদের সমস্যার কথা মাথায় রেখেই আরও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য।

তীব্র দাবদাহে যাতে পড়ুয়াদের কষ্ট না হয় সেজন্য শিক্ষাসচিব মণীশ জৈনকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা জানান, প্রবল গরম সহ্য করতে পারছে না পড়ুয়ারা। টিফিন খেতে গিয়ে অনেকের শরীর খারাপ হচ্ছে। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই পরিস্থিতিতে শিক্ষা দফতরের ‘কোনও অসুবিধা না থাকলে আগামী ২ মে থেকে রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি ঘোষণা করে দিতে বলেন মমতা।

কতদিন গরমের ছুটি থাকবে, তা নিয়ে শিক্ষা দফতরকে পর্যালোচনা করার নির্দেশ দেন মমতা। তিনি জানান, বেসরকারি স্কুলগুলিকেও বলবো। বাচ্চারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি দিয়ে দাও। শিক্ষা দফতর পর্যালোচনা করার পর আগামী ২মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষনা করেছে।

Post a Comment

0 Comments