শাহবাজ শরিফ এখন পাকিস্তানে প্রধানমন্ত্রী। কাশ্মীর সমস্যা নিয়ে ভারতের প্রতি বার্তা দিয়েছেন নতুন পাক প্রধানমন্ত্রী । এরপরে মুখ খুললেন পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী মিয়াঁ মহম্মদ মানশা।
তিনি জানালেন, ভারত-পাক বাণিজ্যিক সম্পর্ক ফের শুরু করার সময় এসেছে। ভারতে পাক শিল্পীদের কাজ করা এবং আইপিএলে পাক ক্রিকেটারদের খেলা প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। পাকিস্তানের সেরা বিজনেস গ্রুপ নিশাত কনগ্লোমারেটের প্রধান মানশা। প্রসঙ্গত, তাঁকে পাকিস্তানের ব্যবসায়িক জগতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে মনে করা হয়।
তিনি বলেছেন, তিনি মনে করেন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক করে নেওয়া খুবই জরুরি। দু’দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন সব ক্ষেত্রেই নতুন করে শুরু হওয়া দরকার।
কাশ্মীর সমস্যা নিয়ে তাঁর মত, ধীর পদক্ষেপ নিতে হবে এই প্রসঙ্গে। তবেই সীমান্তে উত্তেজনা কমবে। মানশার মতে, ভারত এবং চিনের মধ্যেও সীমান্ত নিয়ে টানাপোড়েন রয়েছে। তা সত্ত্বেও চিন থেকে অনেক পণ্য আমদানি করে ভারত। তাহলে ভারত-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক থেমে থাকবে কেন?। ভারত থেকে পণ্য আমদানি করলে আখেরে পাকিস্তানের লাভ, সেদিকেই ইঙ্গিত করেছেন মানশা।
0 Comments