রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছিল যে, স্বাস্থ্য দফতরে ১১ হাজার ৫৫১ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এবার সরকারের ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হেল্থ রিক্র্যুইটমেন্ট বোর্ড গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রীর অধিনেই রয়েছে। এদিন যে নোটিফিকেশন জারি করেছে স্বাস্থ্য ভবন তাতে বলা হয়েছে, এ ব্যাপারে পুরনো সমস্ত নির্দেশ খারিজ করা হল। ১১ হাজারের বেশি পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরে বিভিন্ন বিভাগের শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী সহ একাধিক পদে হবে নিয়োগ। রাজ্য স্বাস্থ্য দফতরে তরফে বিজ্ঞপ্তি তে লিখিত নির্দেশিকায় বলা হয়েছে যে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আরবান হেলথ সেন্টারগুলিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী-সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। তবে সব পদে স্থায়ী নিয়োগ হবে না। কিছু নিয়োগ হবে চুক্তিভিত্তিক ও কিছু পার্টটাইম।
মূলত ব্লক পাবলিক হেল্থ ইউনিট, আর্বান হেল্থ ও ওয়েলনেস সেন্টার আর আর্বান পলিক্লিনিকের জন্য এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে।
0 Comments