নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। চাঞ্চল্যকর এই তথ্য ছড়িয়ে পড়তেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, একটি ইমেল মারফত নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
ইমেলটি পাঠানো হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মুম্বই দফতরে। যা পাওয়ার পর থেকেই প্রেরকের সন্ধানে তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
কেন্দ্রীয় সূত্রে খবর, সম্প্রতি NIA-এর মুম্বই দফতরে একটি অজ্ঞাতপরিচয়ের থেকে হুমকি ইমেল আসে। যেখানে উল্লেখ করা হয়, তার কাছে ২০ কেজি RDX রয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করার ক্ষমতা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালেই Pariksha Pe Charcha অনুষ্ঠানে একবার স্কুলের পরীক্ষার্থীদের মুখোমুখি হন। পরীক্ষার কঠিন সময়টা কীভাবে পেরোবে দেশের ভাবী নাগরিকেরা, মঞ্চ থেকে তারই পাঠ দিলেন মোদী। সরাসরি কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। দিলেন তাদের বহু প্রশ্নের জবাব।
0 Comments