তৃণমূলকে শায়েস্তা করতে রাজ্যে বিজেপির আসা প্রয়োজন! বললেন ফুরফুরা শরিফের পীরজাদা

 



তৃণমূল কংগ্রেস গতবছরের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, কংগ্রেস-বামের থেকে সংখ্যালঘু ভোট ভাঙিয়ে মুসলিমদের একজোট করতে পারাতেই তৃণমূল কংগ্রেসের এই বিশাল জয়। তবে সেই ভোটের একবছর যেতে না যেতেই ‘মোহভঙ্গ’ বাংলার মুসলিমদের।


সেই ইঙ্গিতই দিলেন ফুরফুরা শরিফের পীরজাদা নাজবোত সিদ্দিকি। এক ইংরেজি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মমতার বিরুদ্ধে বিস্ফোরণ মন্তব্য করার পাশাপাশি তিনি মন্তব্য করেন, রাজ্যে বিজেপির আসা প্রয়োজন। 


বীরভূম, আনিসকাণ্ডের উদাহরণ তুলে ধরে তিনি মমতাকে ‘গদ্দার’ আখ্যা দেন। পাশাপাশি আসন্ন আসানসোল উপনির্বাচনেও তৃণমূলকে ভোট না দেওয়ার আহ্বান জানান।


এদিন নাজবোত সিদ্দিকি বলেন, ‘দিদি তৃতীয়বার ক্ষমতায় আশার পর থেকে মুসলিমরা রাজ্যে খুব বিপদে আছে। আমরা এর আগে বুঝতে পারিনি যে মুসলিমরা এত বিপদে পড়বে। দিদি আমাদের ব্যবহার করলেন। ভোটের সময় আমাদের ভোট নিয়ে ক্ষমতায় এলেন। আর এখন আমাদের ব্যবহার করে ফেলে দিলেন তিনি। মুসলিমরা রাজ্যে কতটা বিপদে, তা তো সবাই দেখতে পাচ্ছেন। বীরভূমে কী চলছে, আনিস খানকে কীভাবে মারল। এই সব ঘটনার কোনও বিচার এখনও মেলেনি। দিদি টাকা দিয়ে তাঁদের সবাইকে চুপ করাতে চায়।’

Post a Comment

0 Comments