ভুয়ো নিয়োগ চিহ্নিত করে এসএসসি-র নয়া নিযুক্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে!

 



ভুয়ো নিয়োগ চিহ্নিত করে এসএসসি-র নয়া নিযুক্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে। চলতি বিতর্কের মুখে দাঁড়িয়ে এসএসসি-র গ্রুপ ডি ও নবম-দশমে যাঁরা চাকরি পেয়েছেন অথচ ভুয়ো নিয়োগ, তাঁদের প্রত্যেকের চাকরি বাতিল করা হচ্ছে। সেই জায়গায় ন্যায্য অর্থাৎ যোগ্যতা অনুসারে প্রাপকদের কীভাবে চাকরিতে নিযুক্ত করা যায়, প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের শিক্ষা দপ্তর। 


এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আইনি প্রক্রিয়া মেনে কীভাবে জরুরি ভিত্তিতে হাই কোর্টে পরবর্তী শুনানির আগেই ভুয়ো নিয়োগের জায়গায় যোগ্যদের নিযুক্ত করা যায়, নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে শিক্ষা দপ্তর প্রাথমিক সমীক্ষা শেষ করে নবান্নকে বিস্তারিত জানিয়ে দেবে। 


প্রশাসন সূত্রে খবর, রাজ্য চাইছে আইনি প্রক্রিয়া যেমন চলছে চলুক কিন্তু ভুয়ো নিযুক্তদের সরানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুয়ো নিয়োগ যেগুলি চিহ্নিত হয়েছে, তাঁদের সরিয়ে ওই জায়গায় যোগ্যদের নেওয়া হবে। নিরপেক্ষভাবে সেই চিহ্নিতকরণের কাজও দ্রুত শেষ করা হবে।

Post a Comment

0 Comments