পয়লা বৈশাখের আগেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে!

 


এবার বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ। শুধু উত্তরবঙ্গই নয় এবার দক্ষিণবঙ্গেও হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পয়লা বৈশাখের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। 


বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায়।।চৈত্রসংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।


বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। তাপমাত্রা একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে পশ্চিমের তিন চার জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে।।অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে লাগাতার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। 


ওপরের দিকের এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।।কলকাতায় শুষ্ক আবহাওয়া বহাল থাকবে আপাতত। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে।


বিকেলের দিকে দখিনা বাতাস বইবে। বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিন হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। প্রবল বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে। ভারী বৃষ্টির সর্তকতা আসাম ও মেঘালয়ে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের।

Post a Comment

0 Comments