গত বছর অক্টোবরে বাজারে এসেছিল Bajaj Pulsar 250 -এর নতুন মডেল। এবার নতুন মোটরসাইকেল নিয়ে হাজির Bajaj Auto। Pulsar 250 রেঞ্জে একাধিক নতুন বাইক লঞ্চ হয়েছে। সম্পূর্ণ নতুন রঙে হাজির হয়েছে Pulsar N250 ও Pulsar F250। ক্যারেবিয়ান ব্লু কালারে এই দুই মডেল কেনা যাবে। তবে দাম ও ফিচার্সে কোন পরিবর্তন হয়নি।
নতুন রঙে Bajaj Pulsar N250 কিনতে 1,43,680 তাকা খরচ হবে। অন্যদিকে নতুন রঙে Pulsar F250 কিনতে খরচ হবে 1,44,979 টাকা। Bajaj Pulsar N250 ও Pulsar F250-তে এবার নীল রঙের বডি পেন্ট দেখা যাবে। হেডল্যাম্পের পাশে, ফেন্ডারে, ফুয়েল ট্যাঙ্কে, ইঞ্জিনের পাশে ও রিয়ার প্যানেলে ব্যবহার হবে নীল রঙ। চাকাতেও থাকবে নীল রঙের ছোঁয়া।
নতুন রঙ ছাড়া এই বাইকে নতুন কিছুই যুক্ত হয়নি। থাকছে একই হেডল্যাম্প, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সম্পূর্ণ LED লাইটিং, স্লিপার ক্লাচ ও আরও অনেক ফিচার। Bajaj Pulsar N250 ও Pulsar F250-তে রয়েছে 249cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন।
এই ইঞ্জিনে সর্বোচ্চ 24.1 bhp শক্তি ও 21.5 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। কোম্পানির দাবি এক লিটার পেট্রলে 45 km চলবে Pulsar N250। অন্যদিকে Pulsar F250-তে মিলবে 40 kmpl মাইলেজ।
এই বাইকে রয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, গিয়ার ইন্ডিকেটর ও USB মোবাইল চার্জিং পোর্ট ছাড়াও আরও অনেক দুর্দান্ত ফিচার।
0 Comments