নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর,২৬মে: মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকায় দেখা মিলল এক নীলগাই এর।এলাকাবাসীরা উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে খবর।নীলগাইকে দেখতে থানায় উপচে পড়ে এলাকাবাসীর ভিড়।এক দিনের জন্য হরিশ্চন্দ্রপুর থানা চত্বর যেন চিড়িয়াখানা পরিনত হয়।থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরকে।নীলগাইকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর এলাকার সাদলিচক উত্তর কনকনিয়া গ্রামের মানুষজন মাঠে ধান কাটার সময় একটি নীলগাই দেখতে পায়।কিছু মানুষ ওই নীলগাইটিকে ধারালো অস্ত্র দিয়ে মারার জন্য উদ্যত হলে নীলগাইটি পাশের একটি পুকুরে পড়ে যায়।পুকুর থেকে নীলগাইটিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে গ্ৰামবাসীরা।এই খবর চাউর হতেই নীলগাই দেখার জন্য হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষজন থানা চত্বরে ভিড় জমায়।
বন দপ্তর সূত্রে জানা যায়,নীলগাই এক ধরনের বন্যপ্রাণী। যা দেখতে অনেকটা হরিণের মতো।এটি আরটিও ডেকটাইল প্রজাতির। সাধারণত উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গলে নীলগাই বেশি দেখা যায়। বাংলায় সাধারণত এই প্রাণীর দেখা মেলেনা চিড়িয়াখানা ছাড়া।
এক এলাকাবাসী মিঠুন কুমার মন্ডল বলেন, হঠাৎ মাঠে কাজ করতে করতে দেখতে পায়। আমি এর আগে দেখেছি তাই চিনি। কয়েকজন মারতে চাইলে আমরা দিয়ি নি। পুকুরে পড়ে যায় ফলে ধরতে পারি। তারপর উঠিয়ে গাড়ি করে থানায় নিয়ে আসি।
নীলগাই দেখতে আসা এক এলাকাবাসী আজম আলী বলেন," আমরা দেখতে পেয়ে খুব খুশি। এর আগে তো দেখি নি। সকলে ভিড় করেছে। আমরা চাই বন্দপ্তরের হাতে তুলে দেওয়া হোক।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন বন দপ্তর কে জানানো হয়েছে।
0 Comments