আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ আগরতলা জিবিপি বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকান থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার সঙ্গে আটক কুখ্যাত চোর।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকালকে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে চুরির একটি মামলা হয়।আগরতলা জিবিপি ৭৯ টিলা এলাকায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি কমপ্লেক্স ছিল। সে কমপ্লেক্স থেকে চোরের দল হানা দিয়ে লাইট, সিলিং ফ্যান সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। মামলা নম্বর ৫৫। এই মামলা হাতে নিয়ে পুলিশ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিবিপি বাজারের একটি দোকান থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ এক কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে। এবং চুরি যাওয়া সামগ্রীগুলি যে কিনেছে তাঁকে ও পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই চুরি চক্রের সাথে আর কে কে জড়িত আছে। উল্লেখ্য, প্রত্যেকদিন ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের কোথাও না কোথাও চোরদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ সাধারণ মানুষ।তবে, আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের এই সাফল্যে খুশি আগরতলাবাসী।
0 Comments