তাজমহল নাকি 'তেজো মহালয়'? এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা

 তাজমহল নাকি 'তেজো মহালয়' মন্দির। তাজমহলের নাম বদলের দাবি উঠেছিল অনেক আগেই। ২০১৫ সালেও মামলা দায়ের করা হয়েছিল। দাবি ছিল  হিন্দু দেবদেবীর মূর্তি তাজমহলের একাধিক ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এরপর ২০১৭ সালেও ঠিক একইরকম দাবি নিয়ে সরব হন বিজেপি নেতৃত্ব বিনয় কাটিয়ার। প্রেমের স্মৃতিসৌধ এবং সপ্তম আশ্চর্যের একটি এই তাজমহল নিয়ে বারবার দাবি উঠেছে নাম বদলের। এবার মামলা দায়ের হল যোগীরাজ্যে। এবারের দাবিও ঠিক আগের মতই। এলাহাবাদ হাইকোর্টে দাখিল করা হয় পিটিশন। দাখিলকারীর নাম রজনীশ সিং। তিনি নিজেকে অযোধ্যা বিজেপি মিডিয়া সেলের ইনচার্জ বলে জানিয়েছেন। রজনীশ সিংয়ের হয়ে কোর্টে পিটিশন জমা করেছে এডভোকেট রুদ্র বিক্রম সিং।



 বেশ কয়েকদিন আগেও অযোধ্যার ছাবনি এলাকার সাধু পরমহংসাচার্য মহারাজ ও তাঁর তিনজন শিষ্যকে তাজমহলে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছিল। তাঁরও দাবি ছিল তাজমহল আসলেই 'তেজো মহালয়' মন্দির। 


অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টে মামলা দাখিলকারী রাজনীশ জানান, 'তাজমহলের ২০টির বেশি বন্ধ ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের বিশ্বাস ঘরগুলিতে হিন্দু দেবদেবী ও হিন্দু ভাস্কর্য তালাবন্ধ করে রাখা হয়েছে। হাইকোর্টে আর্জি জানিয়েছি ঘরগুলি খুলে দেখানো হোক। কিছু না থাকলে বিতর্ক থামাতে ওই ঘর খুলতে তো কোনও বাধা নেই।'

Post a Comment

0 Comments