দেশে এবার হানা দিল টোম্যাটো ফ্লু, এরাজ্যেও বাড়ছে উদ্বেগ

 


এবার দেশে হানা দিল টমেটো ফ্লু। কেরল উড়িষ্যা সহ দেশের একাধিক রাজ্যে শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। টমেটো ফ্লু তে মূলত জ্বর হচ্ছে এই অসুখে। তার সঙ্গে তালুতে বা পায়ের পাতায় লাল রঙের ফোসকা। এই কারণেই একে বলা হচ্ছে টমোটে ফ্লু। যদিও এটি একেবারে নতুন কোনও ভাইরাস নাকি চিকুনগুনিয়া বা ডেঙ্গির প্রভাবে এটি হচ্ছে— তা নিয়ে সন্দেহ রয়েছে। 


এই রোগের উপসর্গ হল প্রচণ্ড জ্বর, হাত এবং পায়ে লাল রঙের ফোসকা, গায়ে-হাতে-পায়ে ব্যথা, ক্লান্তি, বমি, পেটব্যথা, ডিহাইড্রেশন। চিকিৎসকরা বলছেন, যাঁরা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন, তাঁদের অন্যদের থেকে দূরে রাখতে হবে। আর ফোসকাগুলি যাতে গলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। 


বিশেষজ্ঞরা বলছেন, মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। চিকুনগুনিয়ার উপসর্গের সঙ্গে কিছুটা মিল রয়েছে এই জ্বরের। তীব্র জ্বর, গা-ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে রোগীর শরীরে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বমি ও পেটের গোলযোগও। তবে এই সব লক্ষণ ছাড়াও রোগীর দেহে দেখা যাচ্ছে ক্ষুদ্রাকৃতি লাল ফোস্কার মতো ক্ষত। ক্ষুদ্রাকৃতি টমেটোর মতো এই ফোস্কার কারণেই রোগটির নাম ‘টম্যাটো ফ্লু’।


রোগটির কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তাই নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতির কথা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে সংক্রমণ আটকাতে পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিদান দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করারও পরামর্শ দিচ্ছেন তাঁরা। সঙ্গে নিতে হবে যথেষ্ট বিশ্রাম। ফোস্কাগুলি চুলকালে বিপদ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

Post a Comment

0 Comments